স্যাফরান উইথ পার্ল ফেসপ্যাক: স্যাফরণ ফেসপ্যাক যেহেতু বিশেষ ধরনের কিছু উপাদান দিয়ে তৈরি করা হয় তাই এই প্যাক ব্যবহারে হতে হবে যত্নশীল।
স্যাফরান ফেসপ্যাক থেকে এক থেকে দেড় চা চামচ পাউডার নিবেন এটার সাথে টক দই অথবা গরম কুসুম দুধ নিবেন । যদি টক দই নিন সে ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে প্যাকটি সুন্দরভাবে মিশিয়ে আধা ঘন্টা রেখে দিবেন। তারপর সমস্ত মুখে এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করবেন। কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে মুখ ক্লিন করে নিবেন। ভালো একটা মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিবেন। এটা সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে হবে।