এটার প্রধান উপাদান হচ্ছে রোজমেরি যাকে বলা হয় চুলের ম্যাজিক্যাল উপাদান যা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এবং পরীক্ষিত।
চুলের জন্য এতে রয়েছে আরও ১৩ টি উপাদান,, আমাদের কিছু সিক্রেটসহ রয়েছে লবঙ্গ, তেজপাতা, কাঠবাদাম , সাদা তিল, কালো তিল ,কালোজিরা ,মেথি ,কারি পাতা সহ বিভিন্ন ধরনের ঔষধি ভেষজ, যা আপনার চুল পড়া রোধ, মাথায় নতুন চুল গজানো থেকে শুরু করে আপনার চুলের এ টু জেড কেয়ার করতে সক্ষম। যাদের চুল একদমই লম্বা হয় না , খুশকি, আগা-ফাটা সহ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তাদের জন্য এটা বেস্ট সহায়ক হতে পারে।