দুই কাপ বিশুদ্ধ পানি ভালোমতো ফুটিয়ে তার মধ্যে দেড় চা চামচ রোজমেরি দিয়ে দিতে হবে। ১০ মিনিট ফুটাতে হবে,, চুলা বন্ধ করে ঢেকে আধাঘন্টা অপেক্ষা করতে হবে। এই জাল দেওয়া পানি ছেকে একটা স্প্রে বোতলে অথবা কাঁচের জারে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত। স্প্রে বোতলের সাহায্যে কিংবা ড্রপারের সাহায্যে কিংবা তুলার সাহায্যে চুলের গোড়ায় ভালোমতো লাগাতে হবে এই পানি। সপ্তাহে দুই দিন লাগাতে পারবেন। লাগানোর পর অবশ্যই চুল ভালোমতো শুকিয়ে দিবেন । তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার করে নিবেন।
শ্যাম্পু করার পর নিজেই নিজের চুল দেখে অবাক হবেন।
যাদের চুল অনেক বেশি ড্রাই তারা চাইলে এটার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল এড করতে পারেন।